স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবাজার অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি যদি কোনো সরকারি সংস্থার গাফিলতি খুঁজে পায় তাহলে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, ‘ঘটনার পেছনে কোনো সংস্থার গাফিলতি থাকলে তা তদন্ত কমিটির মূল্যায়নে উঠে আসবে। কমিটির মূল্যায়ন সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর ঝুঁকিপূর্ণ বাজার সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ বাজার অপসারণ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়, দায়িত্ব রাজউক ও সিটি করপোরেশনের। কিন্তু ফায়ার সার্ভিস বিভিন্ন সময়ে বিভিন্ন বাজারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ জারি করেছে, সেগুলোর মধ্যে এটি ছিল একটি।
মন্ত্রী বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাজারে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীদের তাদের ব্যবসা অন্য জায়গায় স্থানান্তরের আহ্বান জানান।
আরও পড়ুন: জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক শামসকে ছেড়ে দেওয়া হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সিআইডি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে একটি মামলায় গ্রেপ্তার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী