বঙ্গোপসাগর এবং সুন্দরবনের দুবলার চরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ থাকা আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১১ জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার দুপুরে বঙ্গোপসাগর থেকে ওই জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এ নিয়ে নিখোঁজ জেলেদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হলো। নিখোঁজ জেলেদের উদ্ধারে তৃতীয় দিনের মতো তল্লাশি চলছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে জীবিত উদ্ধার
এর আগে রবিবার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালীগঞ্জ গ্রামের আনোয়ার শেখের ছেলে মামুন শেখ (৪০) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার জানারপাড় গ্রামের আজিজুল খানের ছেলে ইসমাইল খানের (৩৬) লাশ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
এর আগে হঠাৎ ঝড়ে বেশ কয়েকটি ট্রলার ডুবে যাওয়ার কয়েক ঘণ্টা পর তিন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।
সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচর ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় আরও জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ এবং স্থানীয় জেলেরা সোমবার সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো বঙ্গোপাসাগর এবং দুবলারচরের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে। প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলছে। এখনও ১১ জেলে নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে আটকা পড়া ৭ জেলে উদ্ধার