বঙ্গোপসাগর ও সুন্দরবনের দুবলার চরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরা ট্রলার ডুবিতে নিখোঁজ থাকা আরও দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তল্লাশি টিমের সদস্যরা বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় ওই দুই জেলের লাশ উদ্ধার করে।
এ নিয়ে চারদিনে নিখোঁজ জেলেদের মধ্যে এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হলো। এখনও আটজন জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে চতুর্থ দিনের মতো তল্লাশি চলছে।
মঙ্গলবার সকালে উদ্ধার করা ওই দুই জেলের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি বন বিভাগ।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি: আরও এক জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১১ জেলে
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন জানান, কোস্টগার্ড ও বন বিভাগের পাশাপাশি জেলেরা প্রায় ৫০টি ট্রলার নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। শনিবার থেকে তারা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরসহ দুবলারচরের বিভিন্ন এলাকায় তল্লাশি করছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগর ও সুন্দরবনের দুবলারচরের বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে দেড় শতাধিক জেলেকে নিয়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। প্রায় দেড়শত জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হলেও কমপক্ষে ১৪ জেলে নিখোঁজ থাকে। শনিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চারদিনে ছয় জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে জীবিত উদ্ধার