সিলেটের জকিগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ শোক সহ্য করতে না পেরে একদিনের ব্যবধানে তার স্ত্রীরও মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর এলাকার দরগাবাহারপুর গ্রামে ওই নারীর মৃত্যু হয়।
নিহতেরা হলেন- দরগাবাহারপুর গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে কামরুল ইসলাম কালা (৩৫) এবং তার স্ত্রী সেগুন বেগম কুটিনা (৩০)। ওই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে দরগাবাহারপুর গ্রামের মেঘনা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান কামরুল ইসলাম কালা। ওই দিন দুপুরে তাকে দাফন করা হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী তিন সন্তানের বাবা হতদরিদ্র কামরুলের মৃত্যুতে শোকার্ত হয়ে পড়েন তার স্ত্রীসহ পুরো পরিবার। স্বামীর মৃত্যু শোকে বার বার মূর্ছা যান স্ত্রী সেগুন বেগম কুটিনা। পরে, স্বামীর মৃত্যুর ২৪ ঘন্টা যেতে না যেতেই রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুটিনার আকস্মিক মৃত্যু হয়।
এলাকাবাসীর ধারণা, স্বামীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে স্ত্রী মারা গেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে কামরুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই শনিবার বাদ জোহর দাফন করা হয়েছে।
আরও পড়ুন: জকিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু