এশীয় অঞ্চলে ২০২২-২৩ মেয়াদের জন্য জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার (এফএও) পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৮৩ টি দেশের অংশগ্রহণে সংস্থাটির ৪২ তম সেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন: এফএও’র পরবর্তী আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
এদিকে বাংলাদেশ ২০২২ সালের মার্চের ৮-১১ তারিখে ঢাকায় এশীয় প্রশান্ত অঞ্চলের ৩৬তম খাদ্য ও কৃষি সংস্থাটির সস্মেলন আয়োজন করতে যাচ্ছে। আয়োজনটিতে ৪৬ টি দেশের কার্যনির্বাহী সদস্যের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মত এই সম্মেলন বাংলাদেশে আয়োজনের অনুমতি দিয়েছেন।
বাংলাদেশ এবং অন্যান্য পরিষদ সদস্যরা আগামী তিন বছরের জন্য সংস্থাটির কার্যনির্বাহী এবং পরিচালনা পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে।
আরও পড়ুন: পুষ্টিহীন মানুষের সংখ্যা এ বছর ১৩ কোটি ২০ লাখ বাড়তে পারে: এফএও
রোমে খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় থেকে চলমান ৪২ তম ভার্চুয়াল সেশনে বাংলাদেশের পক্ষে কৃষিমন্ত্রী ড.মুহাম্মদ আব্দুর রাজ্জাকের প্রতিনিধিত্বে ৮ সদস্য অংশগ্রহণ করেন।
উল্লেখ্য রোমে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এই পরিষদে সদস্য পদ লাভের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছে।