বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে ১৩৫ জন ভারতীয় জেলে দেশে ফিরে গেছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই জেলেদের ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
মুক্তি পাওয়া ১৩৫ জেলে তাদের আটটি মাছধরা ট্রলার নিয়ে মোংলা বন্দর হয়ে সমুদ্র পথে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন।
জানা গেছে, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে জুন মাসের শেষ দিকে নৌবাহিনীর সদস্যরা দুই দফায় অভিযান চালিয়ে আটটি মাছ ধরা ট্রলারসহ ওই ১৩৫ জেলেকে আটক করে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, মূখ্য বিচারিক হাকিম আদালত কারাগারে বন্দি ভারতীয় ওই ১৩৫ জেলেকে মামলার দায় থেকে অব্যহতি দিয়েছে। আদালতের আদেশ মোতাবেক মঙ্গলবার কারাগার থেকে ওই জেলেদের মুক্তি দিয়ে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। জেলেরা তাদের আটটি ট্রলার নিয়ে মোংলা সমুদ্র পথে দেশে ফিরে যাচ্ছে।