বাগেরহাটের মোল্লাহাটে তিন বছরের শিশু ছেলেকে হত্যার পর বাবা নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়গাওলা গ্রাম নিজ বাড়ি থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু জিসান মোল্লাহ (৩) ও তার বাবা মো. হায়দার মোল্লা (২৮)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ‘আমরা লাশের কাছে একটি সুইসাইড নোট পেয়েছি।’
আরও পড়ুন: কুষ্টিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা!
ওসি সোমেন দাশের তথ্য মতে, সুইসাইড নোটে লেখা আছে, জিসানকে গলাটিপে হত্যা করেছি। এরপর আমি আত্মহত্যা করেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দু’জনকে একই জায়গায় কবর দেবেন।
স্থানীয়রা জানায়, দাম্পত্য কলহের জের ধরে আট মাস আগে হায়দার ও তার স্ত্রী জোবায়রা খাতুনের বিচ্ছেদ ঘটে।
তারপর থেকে জিসান তার দাদীর সাথে তাদের গ্রামের বাড়িতে থাকতেন এবং তার বাবা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
বৃহস্পতিবার হায়দার ঢাকা থেকে বাড়িতে ফিরেন। শুক্রবার রাতে তার কক্ষে লাশ দুটি দেখতে পান পরিবারের সদস্যরা।
ওসি সোমেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যা ও অপমৃত্যুর দুটি মামলা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের সামনে রোহিঙ্গা যুবকের আত্মহত্যার চেষ্টা