বাংলাদেশের সাথে ৩৮টি দেশের বাণিজ্যিক বিমানে যাত্রী পরিবহন সেবা পুনরায় চালু করেছে সরকার।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিবৃতিতে জানায়, শনিবার (১ মে) থেকে বিভিন্ন রুটে বিমান চলাচল শুরু হবে। তবে অতিরিক্ত করোনা ঝুঁকিপূর্ণ দেশগুলো সাথে বিমান চলাচল বন্ধ থাকবে।
বেবিচকের বিবৃতিতে বলা হয়, ৩৮টি দেশের মধ্যে ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগত যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
তবে কম ঝুঁকিপূর্ণ দেশগুলো হতে আগত যাত্রীদের ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আরও পড়ুন: ‘কে-নাইন’: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তায় অন্যন্য এক বাহিনী
কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা কাতার, বাহরাইন এবং কুয়েত থেকে আসা যাত্রীদের জন্য তিনদিন প্রাতিষ্ঠানিক এবং ১১দিন হোম কোয়ারেন্টাইনের নিয়ম করা হয়েছে।
এদিকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ভারতের সাথে বিমান চলাচল বন্ধ থাকবে বলে বেবিচকের বিবৃতিতে জানানো হয়।
উল্লেখ্য, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সরকার গত ১৪ এপ্রিল সারাদেশে কঠোর লকডাউন ঘোষণার পাশাপাশি সকল বৈদেশিক বিমান চলাচল বন্ধ করে দেয়।