বাস থেকে পড়ে ১০ বছর বয়সী মেয়ে শিশু মরিয়ম আক্তারের (১০) মৃত্যুর ঘটনায় ওই বাসের চালক ও তার হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- রাইদা পরিবহনের বাসচালক হোসেন মিয়ার ছেলে রাজু মিয়া (২৫) এবং বাসচালকের হেলপার ও সোহরাব হোসেনের ছেলে ইমরান হোসেন (৩৩) ।
খবর পেয়ে র্যাব-১ এর একটি দল সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পৃথক অভিযান পরিচালনা করে রাজু ও ইমরানকে গ্রেপ্তার করে।
গত ৯ নভেম্বর রাইদা পরিবহনের একটি চলন্ত বাস থেকে পড়ে মারা যায় প্রাইভেটকার চালক রনি মিয়ার মেয়ে মরিয়ম। সে তার পরিবারের সাথে খিলক্ষেত থানার কুড়াতলী এলাকায় বসবাস করত।
আরও পড়ুন: জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৮: যাত্রী কল্যাণ সমিতি
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মরিয়ম তার পড়াশোনার খরচ যোগাতে ওই দিন যাত্রীদের কাছ থেকে টাকা চাইতে বাসে উঠেছিল। বাসের চালক ও হেলপার তাকে নামতে বলে। নগরীর যমুনা ফিউচার পার্ক এলাকায় তড়িঘড়ি করে নামার চেষ্টা করে। কিন্তু বাস চলতে শুরু করলে সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত