সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্মাণাধীন বিআরটি প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘এই প্রকল্পটি জনগণের জন্য অনেক বিড়ম্বনা ও ভোগান্তির কারণ হয়েছে। সড়কের ড্রেনেজ ব্যবস্থার দুর্বস্থার কারণে বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছেছে। আমি আশা করি এই ভোগান্তির শেষ বর্ষা এটাই।’
তিনি জানান, সড়কের নিচের দিকে যেহেতু আর কাজ নেই, তাই ভোগান্তির দ্রুত অবসান হবে বলে আশা করছি। শুক্রবার সকালে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
আরও পড়ুন: মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু
প্রকল্পের কাজের অগ্রগতি ৬৩ ভাগ উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহু প্রত্যাশিত মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেলসহ অন্যান্য মেগা প্রকল্পের সঙ্গে ২০২২ সালের ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন।
আরও পড়ুন: রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক চান কাদের
জনসাধারণের ভোগান্তির প্রতি সহমর্মীত জানিয়ে মন্ত্রী বলেন, ‘যে কোনও নির্মাণকাজের একটু ভোগান্তি আছে। এই প্রকল্পেও আপনাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এই ভোগান্তির শেষ হয়ে আসছে।’ এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়ে গেলে প্রতিদিন ২০ হাজার যাত্রী চলাচল করতে পারবে।