বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, বিদ্যুৎ সরবরাহে বর্তমান সমস্যা বেশিদিন স্থায়ী হবে না।
শুক্রবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক পোস্টে বলেছেন, ‘বর্তমান সংকটের জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সবার সহযোগিতাও কামনা করি।’
একই দিন সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নসরুল হামিদ এ কথা বলেন।
তিনি বলেন, সংকট নিরসনে সরকার সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে।
তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক সপ্তাহের মধ্যে লোডশেডিং নিয়ে নতুন পরিকল্পনা হাতে নেয়া হবে।
তিনি আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে এবং একই সঙ্গে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হবে। এগুলো জাতীয় গ্রিডে চার হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ যুক্ত করবে।
তিনি আরও বলেন, ‘সবার প্রতি অনুরোধ ধৈর্য ধরুন। এই কঠিন সময়ে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’
আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়: মঙ্গলবার থেকে দেশে দৈনিক এক ঘণ্টা লোডশেডিং