দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্থায়ী ডিজিটাল সনদ এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের জন্য ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার ক্ষমতাসীন দলের বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে বলেন, ‘এ ব্যাপারে একটি প্রক্রিয়া চলমান রয়েছে।’
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ভাতা প্রক্রিয়ায় যুক্ত হলো সোনালী ব্যাংক
তিনি বলেন, ডিজিটাল সনদ একবার প্রস্তুত হয়ে গেলে ইউনিয়ন নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে সারা দেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে একযোগে বিতরণ করা হবে।
মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ইস্যুকৃত সাময়িক সনদের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
আওয়ামী লীগের সাংসদ নূরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির শাসনামল থেকে ২০১০ সাল পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধার প্রায় ১০ হাজার সনদ যাচাই বাছাই করে বাতিল করা হয়েছে। ‘প্রকৃতপক্ষে, দেশে গেজেটেড মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৫৬০ জন।
আরও পড়ুন: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফল মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, একটি যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হবে এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া হবে।