বেনাপোল স্থলবন্দর থেকে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বন্দরের অভ্যন্তরে ২৪ নম্বর শেড থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
পুলিশ জানায়, বেনাপোল বন্দরের অভ্যন্তরে বোমা রয়েছে-এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ বন্দরের ২৪ নম্বর শেডে অভিযান চালিয়ে চারটি বোমা উদ্ধার করেছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলো বন্দরের অভ্যন্তরে রেখেছে তা তদন্ত করছে পুলিশ। গোটা বন্দর এলাকায় বিরাজ করছে আতংক ।
ওসি জানান, বন্দরের শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাল কসটেপ দিয়ে জড়ানো অবস্থায় চারটি বোমা উদ্ধার করা হয়েছে। বন্দরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বোমাগুলো রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচেছ। বোমাগুলো নিস্ক্রিয় করতে সংশ্লিষ্টদের খবর দেয়া হয়েছে।
আরও পড়ুন: চার মাসে বেনাপোল রেলপথে আয় ৮ কোটি ২৬ লাখ