চোরাচালানের পণ্য জব্দ করায় বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. আব্দুল কাইয়ুমকে প্রাণনাশের হুমকি দিচ্ছে চোরাচালান কারবারীরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই কর্মকর্তা।
রবিবার রাতে উপ-কমিশনার মো. আব্দুল কাইয়ুম বেনাপোল বন্দর থানায় এই জিডি করেন।
এ বিষয়ে বেনাপোল কাস্টমসের কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান বলেন,‘সত্যিকারের যাত্রীদের কোনো হয়রানি করা হয় না। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই মাল আনলে তাদের আটক করা হচ্ছে। এখন কঠোর নজরদারি চলছে। চোরাচালানিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে মাল আনতে পারছে না।’
বেনাপোল চোরাকারবারীদের জন্য একটি নিরাপদ পথ হয়ে উঠেছে। কারণ চোরাচালানকারীরা কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে লাগেজে করে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে আসে, এদের ‘লাগেজ পার্টি’ বলা হয়।
আরও পড়ুন: নির্যাতনের অভিযোগে মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি
জানা যায়, দায়িত্ব নেয়ার পর কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ এক কোটি টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেন এবং রাজস্ব কর বাবদ ২০ লাখ টাকা আদায় করেন। এতে চোরাকারবারিরা তার ওপর ক্ষুব্ধ হন।
ভুক্তভোগী আব্দুল কাইয়ুম বলেন, ভারতীয় চোরাকারবারিরা ব্যবসায়িক ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করে। তারা সঙ্গে আনে লাখ লাখ টাকার মালামাল। এগুলো চেকপোস্টেই বিক্রি করে ভারতে ফিরে যায় তারা।
আরও পড়ুন: হুমকি পেয়ে থানায় জিডি করলেন মুনিয়ার বোন
চট্টগ্রাম কারাগার থেকে হত্যা মামলার আসামি নিখোঁজ: থানায় জিডি