ফরিদপুরের মধুখালীতে আশ্রয়ণ প্রকল্পের-১ ও ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নির্মানাধীন ঘরের পিলার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ‘মুজিববর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ -এই লক্ষ্য বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্প হাতে নেয় সরকার।
রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মেগচামী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কালিনগর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন পাঁচটি ঘরের মধ্যে একটি ঘরের দুটি পিলার দূর্বৃত্তরা ভেঙে ফেলে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুনঃ শাল্লায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল
এই ঘটনায় সোমবার দুপুরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভেঙে ফেলা ঘরের সুবিধাভোগী অখিল মন্ডল (৪৮) জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চার থেকে পাঁচজন যুবক এসে নির্মাণাধীন ঘরের কাছে গিয়ে বলে আমরা ফরিদপুর থেকে এসেছি, ঘরগুলো ভালো করে তৈরি হচ্ছে না, তাই এগুলো ভাঙতে হবে। পরে ভালো করে তৈরি করে দিব, একথা বলতে বলতে দুটি পিলার ভেঙে ফেলে তারা। রাতে বিষয়টি বুঝে উঠতে না পেরে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার জানান, সরকারের অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্পের-১ ও ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নির্মাণাধীন মেগচামী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অখিল মন্ডলসহ পাঁচজনের জন্য পাঁচটি ঘর নির্মাণ চলমান রয়েছে। সকালে জানতে পারি কে বা কারা রাতের বেলায় দুটি পিলার ভেঙ্গে ফেলেছে। বিষয়টি ঊদ্ধর্তনদের জানানো হয়েছে। আমারা মামলার জন্য থানায় অভিযোগ দাখিল করবো।
আরও পড়ুনঃ খুলনার আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারগুলো
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ঘরগুলোর দিকে নজর রাখা হচ্ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটাতে পারে। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথীন্দ্রনাথ তরফদার জানান, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।