শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পাশাপাশি ক্যাম্পে রোহিঙ্গা কর্মীদের ওপর অন্যান্য হামলার দ্রুত তদন্তের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য মুহিবুল্লাহ ছিলেন একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তিনি সবসময় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, তাদের অধিকার, জীবনমান ও ভবিষ্যত করণীয় সংক্রান্ত সিদ্ধান্তে মত প্রকাশের অধিকার রক্ষা করেছেন।’
আরও পড়ুন: উখিয়ায় শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা
তিনি বলেন, মুহিবুল্লাহর মৃত্যু শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার হুমকির পাশাপাশি মিয়ানমারে তাদের নিরাপদে প্রত্যবাসনের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ এন্ড হিউম্যান রাইট সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহকে (৪৬) কক্সবাজারের উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: রোহিঙ্গা নেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের গভীর শোক