সিলেট নগরীর একটি মেসে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: তিন দশক পার করল শাবিপ্রবি
জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী গোসলের উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করেন। এ সময় অজ্ঞাত এক যুবক বাথরুমের জানালার ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করতে থাকে। হঠাৎ ভেন্টিলেটরে ফোনের ফ্লাশ লাইটের আলো জ্বলতে দেখলে ওই ছাত্রী চিৎকার দেন। এ সময় অজ্ঞাত ওই যুবক পালিয়ে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশি সহায়তায় সন্দেহভাজন কয়েকজনকে জেরা করলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন: শাবিতে পরীক্ষা নেয়া হবে কিনা সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন
শাবির প্রক্টর আবু হেনা পহিল বলেন, মধ্যরাতে গিয়ে আশপাশের সম্ভাব্য বাসাগুলো পুলিশ ও ওখানকার পঞ্চায়েতের সহায়তায় তল্লাশি করে ক্যামেরা মোবাইল জব্দ করেছি। এগুলো পুলিশের কাছে আছে। কোনো প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ বিষয়ে সিলেটের জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমরা কয়েকজনের মোবাইল জব্দ করি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ভিক্টিম কেউই এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:উন্নত জাত উদ্ভাবন গবেষণায় গতি আনতে শাবিতে ট্রান্সজেনিক গ্রিনহাউস নির্মাণ