রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং ‘গাজী গ্রুপ’ এর চার সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-২।
শনিবার দুপুর সোয়া ১টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আরও পড়ুনঃ সিলেটে ইয়াবাসহ আটক ২
আটক আলোচিত কিশোর গ্যাং ‘গাজী গ্রুপ’ এর সদস্যরা হলেন ফরিদপুরের মো. সুলেমানের ছেলে মো. রুবেল (১৮),বরিশালের মো. শাহ আলমের ছেলে মো. শাকিল খান (১৯), ভোলার মো. মালেকের ছেলে মো. নাইম(২০) ও ময়মনসিংহের সুলতান মিয়ার ছেলে মো. খাইরুল ইসলাম (২০)।
আরও পড়ুনঃ বিয়ানীবাজারে আটক ২, হাজার ইয়াবা জব্দ
র্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ‘গাজী গ্রুপ’ এর চার সদস্যকে আটক করে । এসময় তাদের কাছে ৪টি চাকু ও ১টি মোবাইল জব্দ করা হয়। র্যাব অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে, আটককৃত আসামিরা সংঘবদ্ধভাবে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।