ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পরকীয়ার জেরে এক ব্যক্তিকে খুন করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাক্তা দক্ষিণপাড়া এলাকায় রফিকুল ইসলাম রফিজ ড্রাইভারের বসত ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত জাকির হোসেন (৩৬) একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং পেশায় চা দোকানদার।
অভিযুক্তরা হলেন- রফিকুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা বেগম।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শাকিল হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাক্তা দক্ষিণপাড়া গ্রামের গাড়িচালক রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম বৃহস্পতিবার সকালে থানায় এসে জানায় তার স্বামী বাড়ি না থাকার সুযোগে ভোর রাতে জাকির নামে এক ব্যাক্তি ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে সম্ভ্রম বাঁচাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। এসময় পুলিশ তাকে গ্রেপ্তার করে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। দুপুরে আফরোজার স্বামী রফিকুল ইসলাম রফিজ ড্রাইভারকেও গ্রেপ্তার করা হয়।
জাকির হোসেনের পরিবার জানায়, প্রতিদিনের মতো বুধবার (২ নভেম্বর) রাতে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে চলে যায়। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে একই এলাকায় রফিজ ড্রাইভারের ঘরে জাকিরের রক্তমাখা লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে লাশ শনাক্ত করে পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঁঞা জানান, প্রাথমিকভাবে জানা যায় পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড। রফিজ ড্রাইভারের স্ত্রীর সঙ্গে জাকিরের পরকীয়া প্রেম চলছিল। প্রেমিকা আফরোজাকে ব্ল্যাকমেইল করে তাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতো। এর জের ধরেই স্বামী-স্ত্রী মিলে জাকিরকে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া’-এর ২৬ সদস্য গ্রেপ্তার: র্যাব