যশোরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ৭ জন নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলায় যশোর-মাগুরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হেলালের তিন বছরের যমজ ছেলে হাসান ও হোসেন, তাদের বোন খাদিজা (৭), মা সুফিয়া খাতুন (৩৮) ও বাঘারপাড়া এলাকার যাদবপুরের বাসিন্দা নানী ফাহিমা খাতুন (৬২), যশোর সদরের সুলতানপুরের ইজিবাইক চালক ইমরান(২৬)। তবে নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে রয়েল পরিবহনের একটি মাগুরাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে যশোরগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হয়।
আরও পড়ুন: দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ চাচাতো ভাই নিহত
পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরো চারজনের মৃত্যু হয়। নিহত ও আহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর সদর উপজেলার লেবুতলায় সড়ক দুর্ঘটনায় মোট সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বাসের চালককে আটক করেছে।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২