বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ও শুক্রবার (৭ জুলাই) ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কে ও বগুড়া-রংপুর মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের পাঠানো পাহান মিয়ার ছেলে পিন্টু পাহান (২০) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে আল ইমরান (৩৫)।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
জানা যায়, জেলার শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) ভোররাতে উপজেলার কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের কলেজরোড এলাকায় পৌঁছালে বিপরীতগামী অপর একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক পিন্টু পাহান মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
তবে দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
অপরদিকে, বগুড়া সদরে ট্রাকচাপায় আল ইমরান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন এই তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।