যশোরের পুটখালী সীমান্ত থেকে ৩ দশমিক ৯ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোরের পুটখালী গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৫) ও মো. হাফিজুর রহমান (২৮)।
সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বিজিবি-২১ এর একটি দল বেনাপোলের বাংলাদেশ সীমান্তের তিন কিলোমিটার ভেতরে বালুন্দা কেশোপুর গ্রামের একটি সড়কে তল্লাশি অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করে।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্র জব্দ, আটক ১
অভিযানে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।
আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৪৯ লাখ টাকা।
জব্দকৃত সোনার বারসহ চোরাকারবারিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।