চট্টগ্রামের বাঁশখালীতে তিনটি ওয়ান শুটারগান ও আট রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এসময় মো. সাহাব উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার সাহাব উদ্দিন বাঁশখালী থানার সরল এলাকার মৃত সামসু মিয়ার ছেলে।
রবিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: র্যাব
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫ মিনিটে র্যাব-৭ এর একটি দল বাঁশখালীর হালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি ওয়ানশুটারগান, আট রাউন্ড কার্তুজ, ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসময় সাহাব উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র কেনা-বেচা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রমে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেপ্তার সাহাব উদ্দিনের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ববি ছাত্রী লাঞ্ছিত: র্যাবের হাতে ইউপি সদস্য গ্রেপ্তার