রংপুরে হিন্দুদের বাড়ি-ঘর ও দোনানপাটে অগ্নিসংযোগের ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। শুক্রবার র্যাব সদস্যরা গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম। শনিবার র্যাব সদর দপ্তর সূত্র ইউএনবিকে বিষয়টি জানিয়েছে।
রংপুর জেলা প্রশাসক আসিফ হাসান জানিয়েছেন, ফেসবুকে একটি পোস্টের জেরে ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জের বড়ো করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দুদের ২০ থেকে ২৫টি বাড়ি-ঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ সময় তারা হিন্দুদের বাড়ি-ঘর থেকে নগদ টাকা, গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: রংপুরে হিন্দুপল্লীতে আগুন: জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১
রংপুরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী