রাজধানীতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গাংচিল বাহিনীর সন্ত্রাসী ভাগিনা নাঈমকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. নাঈম (২৩) ভোলা জেলার মো. কাদের মিয়ার ছেলে।
আরও পড়ুন: এক বছর পর নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো র্যাব
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান হাউজিংসহ আশপাশের এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আসছে গাংচিল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড লম্বু মোশারফের ভাগিনা মো. নাঈম। তাকে আইনের আওতায় আনার জন্য অনেক দিন ধরে র্যা ব-২ এর গোয়েন্দা নজরদারি অব্যহত ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাত পৌনে ১১টার দিকে র্যা ব-২ এর আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা বেড়িবাধের আক্কাসনগর এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্রধারী সন্ত্রাসী মো. নাঈম ওরফে ভাগিনা নাঈমকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাঁজা গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড লম্বু মোশারফের ভাগিনা। তিনি ও তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতো ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
জিজ্ঞাসাবাদে আরও জানায়, তার সহযোগীরা দিনে ভূমি দখল ও ব্যবসায়ীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করে আসছিল। তার বিরুদ্ধে ইতোমধ্যে খুন, হত্যার চেষ্টা, ধর্ষণ ও পুলিশের উপর হামলাসহ ডিএমপির বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তার দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রাখবে ্যিার্যাব।