ঢাকা, আগস্ট ১১ (ইউএনবি)- রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার কুড়িল বিশ্বরোড ও খিলগাঁও এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মারাজ (২০) ও গোলাম রাব্বানী (৩০)।
মারাজের চাচাতো ভাই রুহুল আমিন জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িল বিশ্বরোডে একটি সিএনজিচালিত অটোরিকশা মারাজকে চাপা দেয়। পথচারীরা উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে খিলক্ষেত থানায় রিপোর্ট করা হয়েছে।
এদিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম রাব্বানী নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক নূর মোহাম্মদ (৩২) সামান্য আহত হয়েছেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, গুরুত্বর আহত অবস্থায় রাব্বানীকে উদ্ধার করে সকাল ৯টা ৫০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও এসআই জানান।
আরও পড়ুন: রাজধানীতে লাশবাহী গাড়ির ধাক্কায় নিহত ১