নিহত দেলোয়ার হোসেন মালিবাগের পশ্চিম হাজিপাড়ায় ইজি গার্মেন্টসে কাজ করতেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (তেজগাঁও জোন) হাফিজ আল ফারুক জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে প্রতিবেশীরা পোশাক কারখানার মালিককে জানান যে কেউ একজন সাত তলা ভবনের জানালা দিয়ে কাপড় ও অন্যান্য সামগ্রী নিচে ছুড়ে ফেলছেন।
‘পরে সকাল ৮টার দিকে দেলোয়ারকে পোশাক কারখানার ভেতরে পেয়ে নিরাপত্তা কর্মী, অন্যান্য কর্মচারী ও মালিকের লোকজন নির্যাতন চালায়,’ যোগ করেন তিনি।
খবর পেয়ে পুলিশ দেলোয়ারকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, জানান এডিসি হাফিজ।
মৃত্যুর এ খবর ছড়িয়ে পড়লে সঙ্গী পোশাক শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিচারের দাবিতে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মালিবাগ-কুড়িল সড়ক অবরোধ করেন। পরে পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা বিকাল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেন।
এডিসি হাফিজ আরও জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক, নিরাপত্তা রক্ষী ও কর্মচারীসহ ১০ জনকে আটক করেছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তেজগাঁও বিভাগ) আনিসুর রহমান জানান, পোশাক কারখানার মালিকের উপস্থিতিতে তার ভাড়াটে লোকজন দেলোয়ারের ওপর নির্যাতন চালিয়েছেন।