রাজধানীর পল্টন এলাকা থেকে এক শীর্ষ সন্ত্রাসীকে তার সহযোগীসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
তারা হলেন- গোপালগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী আলম (৪২) ও তার সহযোগী টাঙ্গাইলের যুবরাজ খান (৩২)।
শুক্রবার বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পাঠানো সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার ফারজানা হক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শুক্রবার ভোরে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
আরও পড়ুন: আদাবর থেকে নিখোঁজ ৩ বোনের সন্ধান পেয়েছে র্যাব
এসময় র্যাব তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৩০০ ইয়াবা ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে, তারা পল্টন, মতিঝিল, শাহজাহানপুরসহ আশপাশের এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এসব অবৈধ অস্ত্র ব্যবহার করত। তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিল।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২