নরসিংদী অভিযানের মাধ্যমে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় দুই যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব।
র্যাব ১১ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন- নরসিংদী সদর উপজেলার নবীপুর গ্রামের মৃত আ. মোত্তালিবের ছেলে তারা মিয়া (২২) ও একই এলাকার খোরশেদ আলমের ছেলে সুজন (৩৫)।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ শুক্রবার ভোর ৫টায় সময় জানতে পারে যে, নরসিংদীর সদর থানাধীন বালুয়াঘাট বাজার এর উত্তর পার্শ্বে ব্রিজের উত্তর দিকে ফাঁকা জায়গায় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্য চালানোর জন্য অবস্থান করছে। এমন সংবাদে র্যাব সদস্যরা সেখানে যান এবং দেশীয় অস্ত্রসহ দুই যুবককে হাতে নাতে আটক করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে সেখানে থেকে পালিয়ে যায়। পরে আটদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
র্যাব জানায়, আটক যুবকরা নরসিংদী দীর্ঘদিন থেকে দেশীও অস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন।
আটক আসামিদেরকে নরসিংদীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।