রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ট্রাকচাপায় আম্বিয়া বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনায় ওই নারীর তার ছেলেও আহত হয়েছে।
আম্বিয়া বেগম ও তার ছেলে মহিউদ্দিনের (১৬) বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার গোয়ালভাওর গ্রামে। তারা বর্তমানে তুরাগের কামারপাড়া রোসাদিয়া এলাকায় ভাড়া থাকেন।
আম্বিয়া বেগমের আরেক ছেলে শামছুদ্দিন বলেন, আমার মাসহ চারজন গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। রাস্তা দিয়ে হেঁটে তুরাগ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তার মা ও মহিউদ্দিন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আঘাত হয়। তবে বাবা অক্ষত আছেন। পরে আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৯টায় আমার মা আম্বিয়া খাতুনকে মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আহত মহিউদ্দিন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।