রাজবাড়ীতে স্বামীকে হত্যার ঘটনায় করা মামলায় স্ত্রী শাহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরও পড়ুন: নাটোরে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।
শাহিদা বেগম বালিয়াকান্দির বংকুর গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ি বিক্রি করা নিয়ে ২০১২ সালের ৪ ডিসেম্বর সকালে শাহিদা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ঘর থেকে লোহার রড নিয়ে এসে শাহিদা বেগমকে মারতে যান আশরাফ। তখন শাহিদা বেগম লোহার রডটি আশরাফের কাছ থেকে কেড়ে নিয়ে তাকেই মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আশরাফ সানার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের মেয়ে আফরোজা বেগম বাদী হয়ে থানায় মায়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় প্রদান করেন।