তিনি সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে জানান, সাক্ষৎকালে প্রধানমন্ত্রী করোনাভাইরাস মহামারি রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আর্থ-সামাজিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে সরকারের নেয়া নানা উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
রাষ্ট্রপতি সাক্ষাতে মহামারি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন বলে জানান প্রেস সচিব।
রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে দেশের উন্নয়নের ধারা প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে অব্যাহত থাকবে।
দীর্ঘ সময় ধরে আ’লীগ ক্ষমতায় থাকায় উন্নয়ন গতি পেয়েছে: প্রধানমন্ত্রী
পরে, স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সংসদে ভাষণ দেয়ার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান স্পিকার।
তিনি সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি হামিদ সোমবার সংসদে বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
আরও পড়ুন: স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল, আজ তারাই ব্যর্থ: প্রধানমন্ত্রী
নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু করব: প্রধানমন্ত্রী
মানবাধিকার, আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিন: পুলিশদের প্রতি প্রধানমন্ত্রী