লকডাউন লঙ্ঘনের অভিযোগে রাজধানী থেকে ৪৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের ’ ষষ্ঠদিনে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ১০৮৭টি গাড়িকে জরিমানা করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: করোনা স্বাভাবিক না হলে গুচ্ছে ভর্তি পরীক্ষা নয়, শিগগিরই নতুন সিদ্ধান্ত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত জেলা প্রশাসক (মিডিয়া) ইফতেখারুল ইসলাম বলেছেন, ঢাকা মহানগর পুলিশ লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ৪৬৭ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত লকডাউন লঙ্ঘনের জন্য ৩০৫ জনের কাছ থেকে জরিমানা হিসাবে ২ লাখ ২৭ হাজার ৪৮০ টাকা আদায় করেছে।
আরও পড়ুন: করোনা স্বাভাবিক না হলে গুচ্ছে ভর্তি পরীক্ষা নয়, শিগগিরই নতুন সিদ্ধান্ত
এই সময়ে ট্র্যাফিক বিভাগ লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের জন্য যানবাহন থেকে জরিমানা হিসাবে ২৫ লাখ ২৯ হাজার ২৫ টাকা আদায় করে।
করোনা ভাইরাস সংক্রমণ ও প্রাণহানির ঊর্ধ্বগতি মোকাবিলায় ১ জুলাই থেকে সরকার সাত দিনের লকডাউন দিয়েছে। চলমান ‘কঠোর লকডাউন’ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।