রাজধানীর লালবাগে তৃতীয় তলার ছাদ থেকে পড়ে নাসরিন আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে লালবাগ ৮ নং গলিতে এ ঘটনা ঘটে।
স্বজনদের ধারণা, মানসিক অবসাদগ্রস্ততা থেকেই নাসরিন ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত নাসরিন মো. জাফরের স্ত্রী। জাফর নিলক্ষেত পেট্রোল পাম্পে চাকরি করেন। লালবাগ ৮ নং গলিতে নিজস্ব তিন তলা ভবনের তৃতীয় তলায় স্বামীর সাথে নাসরিন থাকতেন।
আরও পড়ুন: প্রেমিকার আত্মহত্যার খবরে ভবন থেকে লাফ দিলেন প্রেমিক
স্বজনরা জানায়, ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর বিকাল সোয়া চারটায় তাকে মৃত ঘোষণা করেন।
মো. জাফর জানান, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় নাসরিন ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: বিষপানে কুড়িগ্রামে স্কুলশিক্ষিকার ‘আত্মহত্যা’
তিনি বলেন, নাসরিন বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিল। সে করোনা আক্রান্ত হয়েছিল। তার মানসিক সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তারও দেখিয়েছি। সে বলতো আমি বাঁচবো না, মরে যাবো।
নিহত নাসরিনের আরেক আত্মীয় জানিয়েছেন, তিনি শান্ত প্রকৃতির ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। ১৯ বছরের সংসার জীবনে তাদের কোন সন্তান না হওয়ায়, অনেকে অনেক কথা বলতো, এ নিয়ে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার ধারণা, হয়তো নাসরিন নিজেই ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খাঁন। তিনি বলেন, গৃহবধূর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।