হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা ৪ কোটি টাকা মূল্যের ৫২ টি স্বর্ণের বার জব্দ করেছেন। শুক্রবার রাতে এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক রকিবুল হাসানের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি সৌদি আরব থেকে ফিরেছেন।
আরও পড়ুনঃ শাহজালাল বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ আটক এক
ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার (প্রিভেন্টিভ দল) মোহাম্মদ আবদুস সাদেক জানান, শুক্রবার বেলা ১১ টা ২৬ মিনিটের দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় প্রিভেন্টিভ দল বিমানটির যাত্রী রকিবুল হাসানকে চ্যালেঞ্জ করে।
আরও পড়ুনঃ শাহজালাল বিমানবন্দরে আরও একটি জিপি বোমা উদ্ধার
পরে তারা অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর হাতব্যাগে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। এ ঘটনায় রকিবুল হাসানকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েয়ে।