ঈদুল ফিতরের পাঁচদিন বাকি থাকতেই পদ্মা নদী পার হওয়ার জন্য শিমুলিয়া ফেরিঘাটে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন। বুধবার প্রচণ্ড গরমের মধ্যেও অনেক মানুষকে ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।
ফেরি টার্মিনালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘরমুখো মানুষের এই বিশাল ঢল সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কারণ বর্তমানে প্রতিদিন ১৮-২১টির পরিবর্তে মাত্র সাতটি ফেরি চলছে।
ইউএনবি’র সঙ্গে আলাপকালে কয়েকজন যাত্রী জানান, গত বছরের তুলনায় এ বছর ফেরির সংখ্যা কম থাকায় ভিড় এড়াতে তারা আগেই বাড়ি যাচ্ছেন।
শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিদর্শক মো. সোলেমান জানান, ফেরির সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় বর্তমানে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে।