সাতক্ষীরায় ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ৪টার দিকে সদর উপজেলার খৈতলা-কৈজুরী সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মো. হাসানুর রহমান (২৫) সাতক্ষীরা সদর উপেজলার কুশখালী গ্রামের মো. হায়দার আলীর ছেলে।
নিহতের পিতা হয়দার আলী জানান, পার্সপোট না থাকায় তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে অত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার ভোর রাত ৩টার দিকে একইভাবে কয়েকজন সঙ্গীর সঙ্গে ভারতের কৈজুরী সীমান্ত পার হয়ে দেশে ফিরছিল। পথিমধ্যে ভোর রাত ৪টার দিকে ভারতের কৈজুরী ক্যাম্পের টহল বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুর বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
এসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার্ড করে। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, ‘হাসানুরের মৃত্যুর বিষয়ে বিএসএফকে জিজ্ঞাসা করা হলে তারা গুলি চালানোর কথা অস্বীকার করে। আমরা তাদের পতাকা বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছি। মিটিং হলেই আমরা মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানতে পারব।’
যদিও জানা গেছে, কখন বা কোথায় বৈঠক হতে পারে সে বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
একই সময়ে দেশের পৃথক স্থানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বলদিয়া সীমান্তে মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর (৩২) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।
বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ভোর ৫টার দিকে মুনতাজ ৮২ নম্বর মূল পিলারের বিপরীত সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি বলেন, নিহতের লাশ এখনও সীমান্তের ভারতীয় অংশে রয়েছে।
এ বছর প্রথমবারের মতো একদিনে বিএসএফের হাতে দুই বাংলাদেশি নিহত হলেন।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সেপ্টেম্বর পর্যন্ত তথ্যে দেখা গেছে যে ২০২২ সালে গত মাসের শুরু পর্যন্ত বিএসএফ ১৮ বাংলাদেশিকে হত্যা করেছে।
আরও পড়ুন: মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২৬ জন আটক
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা: ৩০০ পরিবারকে সরিয়ে নেয়ার পরিকল্পনা