সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশ মনে করে নদীতে ঝাঁপ দিয়ে কচুরিপানায় আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর এলাকায় হুরা সাগর নদী থেকে তার লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
নিহত মো. আনিসুর রহমান (৩০) উপজেলার কর্ণসূতি গ্রামের রেজাউল করিমের ছেলে।
আরও পড়ুন: বিএসএফের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ১১ দিন পর লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বলরামপুর বাজারে হোটেলে খাওয়ার সময় অপরিচিত কয়েক ব্যক্তির সঙ্গে আনিসুরের কথা কাটাকাটি হয়। এ সময় আনিসুর তাদের পুলিশ মনে করে পালানোর উদ্দেশ্যে হুরাসাগর নদীতে ঝাঁপ দেন। কিন্তু তখন নদীতে প্রচুর কচুরিপানা থাকায় তাতে আটকে মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে তার লাশ উদ্ধার করেন।
নিহতের চাচা রফিক মণ্ডল বলেন, ৭ ফেব্রুয়ারি আনিসুরের ঘরের পেছন থেকে সালেহা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মৃত সালেহার ভাইয়েরা আনিসুরকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দিয়েছিল। সেই আতঙ্কে মাসখানেক ধরে শ্বশুরবাড়ি পালিয়ে থাকেন আনিসুর। বুধবার (৭ মার্চ) হঠাৎ করে অচেনা কেউ তার খোঁজ নিতে এলে সে পুলিশ ভেবে দৌঁড়ে নদীতে ঝাঁপ দিয়ে কচুরিপানায় আটকে মারা গেছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, নদীতে ঝাঁপ দেয়া আনিসুরের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট নেই। তাকে পুলিশ ধাওয়া দেয়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।