সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ইউপি সদস্য (মেম্বার) জিন্নাহকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠিয়েছে। এছাড়া মামলার আরও বাকি তিন আসামি এখনও পলাতক রয়েছে।
আরও পড়ুন: সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
অন্য আসামিরা হলো- ওই গ্রামের মৃত দারোগা আলীর ছেলে হযরত আলী (৫৮) ও আব্দুর রশিদ (৪৮) এবং হযরত আলীর ছেলে সবুজ (৩২)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি (১৪) তার বৃদ্ধা দাদির কাছে শুয়েছিল। গভীর রাতে প্রতিবেশী হযরত আলীর ছেলে সবুজ (৩২) ভাঙ্গা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে এবং তাকে ফুসলিয়ে বাড়ির পাশে নদীর পাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লোকজন মামলা করার চেষ্টা করলে ইউপি সদস্য জিন্নাহসহ গ্রামের কতিপয় মাতব্বর বাধা দেয়। অবশেষে মঙ্গলবার রাতে ধর্ষক সবুজ ও ইউপি সদস্য জিন্নাহসহ চারজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: খুলনায় ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন