বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই সময় দুজনকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা।
সোমবার রাত পৌণে ১২টার দিকে উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো-সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. কারিমুল ইসলাম (৩৮) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মো. রাসেল (২২)।
আরও পড়ুন: নরসিংদীতে গ্রেপ্তার ৪, ডাকাতির সরঞ্জাম উদ্ধার
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌণে ১২টার দিকে বগুড়ার শেরপুরের সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট সন্নিকটে অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার ৪৩৯ টাকা, দুটি মোবাইল ও ট্রাক জব্দ করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।