সিলেটে গলা টিপে নিজের এক বছর ৫ মাস বয়সী কন্যাশিশুকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন নাজমিন আক্তার নামের এক নারী। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর নাম সাবিহা আক্তার। সে নগরের শাহপরাণ এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতো।
পারিবাহিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে তার মা নাজমিন হত্যা করেন বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন, ওসমানী হাসপাতালে ওই নারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আর শিশুটির লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ৪ মাসের শিশু হত্যা: একজনের যাবজ্জীবন
ওসি আরও বলেন, এ ঘটনার বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। ওই নারীকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।
এদিকে ১৭ মাসের ওই শিশুর ‘অস্বাভাবিক’ মৃত্যুর পর তার মায়ের প্রতি অভিযোগের আঙ্গুল তুলেছেন ওই শিশুর বাবা। বাবার অভিযোগ, সাবিহাকে তার মা বিষজাতীয় কিছু পান করিয়ে হত্যা করেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
আরও পড়ুন: ছোটমণি নিবাসে শিশু হত্যা: তদন্তে তিন সদস্যের কমিটি