প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা শুক্রবার পদ্মা সেতুতে আকস্মিক পরিদর্শন করেছেন যা দেশের উন্নয়নের ধারায় একটি মাইলফলক স্থাপন করেছে।
ইউএনবির মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তাঁর গাড়িতে চড়ে পদ্মা সেতুতে পৌঁছান এবং তার বোনকে নিয়ে ৭ নম্বর পিলার থেকে ১৮ নং পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হেঁটে যান।
এরপরে তারা জাজিরা পয়েন্টে সার্ভিস এরিয়া-২ এ নাস্তা করেন। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হন।
শেখ হাসিনার সফরকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদেরসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, জাতির বহুল প্রতীক্ষিত স্বপ্নের প্রকল্প সেতুটির অগ্রগতি দেখে প্রধানমন্ত্রী খুবই খুশি।