ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
নিহত শিক্ষার্থীর নাম পলাশ আহমেদ (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তার বাড়ি জামালপুর জেলায়।
জানা যায়, পলাশের বন্ধুরা তাকে পানি থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, দুপুর আড়াইটার দিকে পলাশ আহমেদ ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাইদুল কাদের নামের এক প্রত্যক্ষদর্শী বলেন,‘পুকুরে গোসল করার সময় পলাশ আহমেদ ডুবে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই হলের কিছু ছাত্র তাকে উদ্ধার করে।’