পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালত শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: মামুনুল হকের বিরুদ্ধে ‘দ্বিতীয় স্ত্রীর’ ধর্ষণ মামলা
১৮ এপ্রিল মামুনুলকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামুনুল হকের বিরুদ্ধে করা ছয় মামলার মধ্যে তিনটি করেছে জেলা পুলিশ, দুটি করেছে সিআইডি এবং একটি করেছে পিবিআই।
আরও পড়ুন: হেফাজতের মামুনুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নারায়ণগঞ্জ পুলিশ
এর আগে ৩ এপ্রিল সোনারগাঁও এর একটি রিসোর্টে এক নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে এলাকাবাসী। তখন ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন সাবেক হেফাজত নেতা মামুনুল।
পরবর্তীতে মামুনুল ও তার স্ত্রীর মধ্যকার ফোনকল হিসেবে ফাঁস হওয়া এক অডিও ক্লিপে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন মামুনুল।
গ্রেপ্তারের পর আরও দুই নারীর সাথে মামুনুল হক চুক্তিভিত্তিক সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।