১৭ দিন পার হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি খুলনার রূপসার নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী মৌমি আক্তারের। গত ২১ নভেম্বর এসএসসি পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। কি কারণে তাকে তুলে নেয়া হলো সে বিষয়ে পরিবারের সদস্যরাও জানেনা। এ অবস্থায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে মৌমির পরিবার।
বোনকে ফিরে পাওয়ার জন্য বড় ভাই আবুল কশেম বুধবার এক সাংবাদিক সম্মেলন করেছেন।
সম্মেলনে দেয়া এক লিখিত বক্তব্যে আবুল কশেম বলেন, ঘটনার দিন দুপুর ১টার দিকে মৌমি আক্তার (সারা) পরীক্ষা দেয়ার জন্য বেলফুলিয়া স্কুলের উদ্দেশে বের হয়। পথে যুগিহাটি এলাকার ফুয়াদ হোসেন ও ওহিদুল নামের দুই তরুণ তার ছোট বোন সারাকে জোর করে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। এ সময় ছোট বোন সারা চিৎকার করলে প্রতিবেশী মঞ্জিলা বেগম এগিয়ে আসেন। আগে থেকে ওৎপেতে থাকা ফুয়াদের সহযোগীরা মঞ্জিলা বেগমকে মারধর করে। এ সময় তারা প্রাণনাশের হুমকিও দেয় মঞ্জিলা বেগমকে। সঙ্গে সঙ্গে সারার পরিবারকে বিষয়টি জানালে তারা ৬ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম ভুলুর কাছে বিষয়টি জানান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অপহরণের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
পরিবারের সদস্যরা আইচগাতী পুলিশ ক্যাম্পের আইসির শরণাপন্ন হন। ক্যাম্পের কর্মকর্তা ফুয়াদের বাড়িতে গিয়ে ঘটনাটি বলেন। সেখান থেকে সমাধান না পেয়ে পরবর্তীতে রূপসা থানায় হাজির হয়। তখন থানা থেকে বলা হয় ‘চার দিনের মধ্যে নিখোঁজ মৌমিকে খুঁজে বের করা হবে। আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত।’
নির্বাচনের পর ফুয়াদসহ নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। এ মামলার ৯নং আসামি মোস্তাককে পুলিশ গ্রেপ্তার করেলও ৬ ডিসেম্বর সে জামিনে মুক্তি পায়। মামলা করার পর থেকে তার পরিবার হুমকি ধামকির মধ্যে রয়েছে, প্রতিটি দিন আতঙ্কে মধ্যে পার করছেন তারা।
আবুল কশেম সাংবাদিক সম্মেলন কক্ষে হতাশায় ভেঙে পড়ে বলেন, ‘১৭ দিন ধরে ছোট বোনের কোনো খোঁজ-খবর নেই। বেঁচে আছে কিনা তাও জানে না তারা’।