করোনা মহামারি চলাকালীন এপ্রিল ২০২০ থেকে মে ২০২১ এর মধ্যে মোট ৪ লাখ ৪৩ হাজার অভিবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন।
বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানান।
আরও পড়ুন: দালালদের হাত থেকে অভিবাসী শ্রমিকদের রক্ষা করুন: প্রধানমন্ত্রী
তিনি বলেন, দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের আর্থ-সামাজিক পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
মন্ত্রী বলেন, সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ১৫ হাজার ৭০৬ জনকে পুনর্বাসন ঋণ হিসেবে দেয়া হয়েছে ৪২৯ কোটি ৫৯ লাখ টাকা।
এছাড়া ৫২ হাজার ৭৪ জন অভিবাসী শ্রমিককে আবার বিদেশ যাওয়ার জন্য স্বল্প সুদে ঋণ হিসেবে দেয়া হয়েছে এক হাজার ১০৬ কোটি টাকা।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সংসদে বলেছেন, ৮ জানুয়ারি পর্যন্ত সরকারি খাদ্য গুদামে ১৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য রয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, মোট খাদ্যশস্যের মধ্যে তিন লাখ ৬৮ হাজার মেট্রিক টন গম, ১৪ লাখ ৭০ হাজার মেট্রিক টন চাল ও এক হাজার ৩৮১ টন ধান রয়েছে।
তিনি বলেন, চলতি অর্থবছরে সরকারের ১০ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ভারত, ভিয়েতনাম ও মায়ানমার থেকে জিটুজি পদ্ধতিতে তিন লাখ ৭৭ হাজার মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা নিয়েছে সরকার।
আরও পড়ুন: অভিবাসী শ্রমিকের অধিকার: নিয়োগ প্রক্রিয়ার পর্যবেক্ষণ চায় জাতিসংঘ
অভিবাসী শ্রমিকদের জন্য সমান বিধান নিশ্চিত করুন: ব্রুনাইয়ের প্রতি বাণিজ্যমন্ত্রী