বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ঢাকার রয়্যাল থাই দূতাবাস একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করছে। এ প্রতিযোগিতার শিরোনাম ‘মোর অ্যালাইক দ্যান উই মাইট থিঙ্ক: আনপ্যাকিং লিঙ্কেজ অ্যান্ড সিমিলারিটিজ বিটুইন থাইল্যান্ড এবং বাংলাদেশ’।
বৃহস্পতিবার ঢাকার থাই দূতাবাস জানিয়েছে, এ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য হল থাই ও বাংলাদেশি জনগণের মধ্যে গভীর বোঝাপড়া বৃদ্ধি করা। যাতে ফটোগ্রাফের মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা বিভিন্ন মিল উঠে আসে।
দূতাবাস ব্যক্তিগত বা যুগল হিসেবে বয়স ও বাসস্থান নির্বিশেষে থাই ও বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ছবি আহ্বান করেছে।
প্রতিযোগীরা এখন থেকে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত (বাংলাদেশ সময় বিকাল ৫টা) ছবি জমা দিতে পারবেন।
আরও অনুসন্ধানের জন্য প্রতিযোগীরা ফেসবুকের মাধ্যমে ঢাকায় রয়্যাল থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা [email protected] এই ঠিকানায় ইমেল করতে পারেন।
ঢাকার রয়্যাল থাই দূতাবাস শুধুমাত্র সময়সীমার মধ্যে পাওয়া ফটোগ্রাফ বিবেচনা করবে এবং ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে দূতাবাসের ফেসবুক এবং ওয়েবসাইটে প্রদর্শনের জন্য ৩০টি শর্টলিস্ট করা ছবি (১৫ জোড়া) নির্বাচন করবে।
আরও পড়ুন: ঢাকা মেট্রোরেল নির্মাণের অগ্রগতির প্রশংসা থাই রাষ্ট্রদূতের