নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় পাইপগান ও অস্ত্র জব্দ করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে বেগমগঞ্জ থানার কোয়ারিয়া আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মিরপুরে বাস পোড়ানোর ঘটনায় ‘বিরোধী দলের’ ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব
পুলিশ জানায়, বুধবার দুপুরে ডাকাতির বিষয়টি টের পেয়ে একজন কলার পুলিশের জরুরি হেল্পলাইন ৯৯৯- নম্বরে ফোন করেন।
ফোনে কলার বলেন, এলাকায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। অস্ত্রধারীরা যে বাড়িতে অবস্থান নেয় এলাকার লোকজন সেই বাড়ি ঘেরাও করে রেখেছে। এ তথ্য জানিয়ে কলার দ্রুত পুলিশী সহায়তার অনুরোধ জানান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মাসুদ রানা।
কনস্টেবল মাসুদ তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই মিজানুর রহমান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব বলেন, সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানার একটি দল ঘটনাস্থল গিয়ে দেশিয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।