রাখাইন রাজ্যের পরিস্থিতির অবনতির কারণে এখন মিয়ানমার থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশ আরও ভালোভাবে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সংস্থাগুলো ভালোভাবে প্রস্তুত। বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।’
আরও পড়ুন: মানবাধিকার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার আলম বলেন, আমরা মনে করি না যে ২০১৭ সালের মতো দেশত্যাগের কোনো ঘটনা ঘটবে। যদিও অনেকে আশঙ্কা করছে যে মিয়ানমারে খারাপ পরিস্থিতির মধ্যে বাকি রোহিঙ্গারাও বাংলাদেশে পাড়ি দেবে।
তিনি বলেন, মিয়ানমারে যা হচ্ছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়।
শাহরিয়ার বলেন, আমরা সীমান্ত সুরক্ষিত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে মর্টার শেল ছোড়ার পর দেশটিকে দুইবার সতর্ক করা হয়েছে এবং এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মোকে তলব করে এবং এর একদিন আগে বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের মর্টার শেল ছোড়ার তীব্র প্রতিবাদ জানায়।
আরও পড়ুন: মিয়ানমার আইসিসি ও আইসিজের বিচারের বাইরে নয়: শাহরিয়ার আলম
খাদ্য ও কৃষি নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী