সপ্তাহ পার হলেই ঈদুল ফিতর। আর শেষ সময়ে শোবিজ তারকাদের কাজের চাপ যেন কয়েক গুণ বেড়ে যায়। এমনই কর্মব্যস্ততায় সময় পার করছেন অভিনেতা মাজনুন মিজান।
এবার ঈদে মাজনুন মিজানের মূল আকর্ষণ থাকছে ওটিটি ঘিরে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ ঈদের দিন মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। যেখানে সাদা পোশাকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মিজান। আর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
আশরাফুজ্জামান পরিচালিত ওয়েব সিরিজটি প্রসঙ্গে মাজনুন মিজান ইউএনবিকে বলেন, ‘এটি ব্যাঙ্গাত্মক ঘরানার একটি গল্প। একজন বিজ্ঞানী দেশের দুর্নীতিবাজদের জন্য ভাইরাস আবিস্কার করেন। কিন্তু পরবর্তীতি তিনি নিজেই খুনের দায়ে ফেঁসে যান। যার দায়িত্ব পরে আমার ওপর।’
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
মিজান আরও বলেন, ‘ওয়েব সিরিজটি বিনোদনের জন্য নির্মাণ করা হলেও এখানে সামাজিক অনেক বাস্তবতা দেখানো হয়েছে। গল্পের জায়গা থেকে অনেকগুলো স্ট্রং পয়েন্ট আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
অন্যদিকে একাধিক ঈদের বিশেষ নাটকেও অভিনয় করেছেন মাজনুন মিজান। এরমধ্যে ‘গোলাপজান রোড’ নাটকটির কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘একটি তরুণ টিমের সঙ্গে কাজ করলাম। যারা সিনেমা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আর শুরুতে তাদের এতো গোছানো প্রোডাকশন দেখে দারুণ লেগেছে।’
আরও পড়ুন: মনোজ ও ফারিয়ার ‘লাভ জার্নি’
এবার ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে মিজানের একাধিক সিনেমা প্রচার করা হবে। সেগুলো হলো ‘ভূবন মাঝি’, ‘গন্ডি’ ও ‘মিশন এক্সট্রিম।
সম্প্রতি এই অভিনেতা শেষ করেছেন ‘জ্যঁ ক্যয়ে’ সিনেমার শুটিং।
তিনি জানান, সিনেমাটি পোস্ট প্রোডকশনের কাজও প্রায় শেষ। শিগগিরই হয়তো মুক্তির ব্যাপরেও জানা যাবে। এছাড়াও মাজনুন মিজানের হাতে রয়েছে ‘গন্ডি ২’ সিনেমার কাজ।